বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পৌর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল এ একটি ওয়েব সাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলন্ত শিক্ষা ব্যবহার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরির এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সরকারের এই সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানের এই উদ্যোগ কে স্বাগত জানাচ্ছি। প্রতিষ্ঠানটির ওয়েব সাইট চালু করা ফলে যে কেউ প্রতিষ্ঠানের যেকোন তথ্য সহজেই অবগত হতে পারবে। আমি দীর্ঘদিন যাবৎ অত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আন্তরিক। প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে বিগত বছর গুলোতে বোর্ড পরীক্ষায় খুবই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীরা ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক পেতে সক্ষম হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটি মনোরম । প্রতিষ্ঠানের দক্ষিণে খোলা খেলার মাঠ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সাথে বেশিবেশি সম্পৃক্ত করছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগীতায় প্রতিষ্ঠানটি অত্র এলাকায় মাধ্যমিক শিক্ষার প্রাণকেন্দ্রে পরিনত হবে।
কাজী জহিরুল হক
সভাপতি
পৌর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল।