প্রধান শিক্ষকের বাণী


প্রধান শিক্ষকের বাণী

পৌর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, 1986 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সৃষ্টি লগ্ন থেকে শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকার স্বাক্ষর রাখছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগরণ ঘটানোর চেষ্টা করে যাচেছ এবং জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের ছাত্র ক্রীড়ায় স্বর্ণপদক অর্জন করেছে। প্রাক্তণ শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন দয়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে বিদ্যালয়ের সুনাম বহন করে চলছে। বিদ্যালয়ের জে.এস.সি এস.এস.সি পরীক্ষার ফলাফল সাফল্যজনক। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দৈনন্দিন জীবনে লেনদেন, হিসাব-নিকাশ, লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, আদান-প্রদান সহ সকল প্রকার ব্যবস্থাপনা, একাডেমিক সব কিছুর তথ্য প্রযুক্তির আওতাধীন। বিদ্যালয়ে নিজস্ব ওয়েবসাইট থাকার কারণে শিক্ষার্থীরা, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল মহল এবং দপ্তর উপকৃত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্যাবলী অতি সহজে সকলের দৃষ্টি গোচর হবে। স্বল্প সময়ে অধিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

আমি ইহার সাফল্য কামনা করি।

 

মো: ইসমাইল হোসেন

প্রধান শিক্ষক

পৌর মাধ্যমিক বিদ্যালয়,নড়াইল।

বর্তমান গভর্নিং বডির নামের তালিকা

নাম ক্যাটাগরি পদবী
প্রধান শিক্ষক সদস্য সচিব পৌর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল

শিক্ষক-শিক্ষিকা কর্ণার

  • জনাব মো: ইসমাইল হোসেন

    প্রধান শিক্ষক (ভার:)

  • মোঃ ইসমাইল হোসেন

    সহকারী প্রধান শিক্ষক

  • মোসাঃ সেলিনা আক্তার

    সিনিয়র শিক্ষক (গণিত)

  • পংকজ কুমার রায়

    সিনিয়র শিক্ষক (মাস্টার ট্রেইনার)

  • কল্লোল কুমার বিশ্বাস

    সিনিয়র শিক্ষক (মাস্টার ট্রেইনার)

  • মোঃ রকিবুল ইসলাম

    সিনিয়র শিক্ষক (ইংরেজি)

  • বি,এম শাহীনুর রহমান

    সিনিয়র শিক্ষক (শরীর চর্চা)

  • মোঃ কামরুল ইসলাম

    সিনিয়র শিক্ষক (ইসলাম ধর্ম)

  • রুম্মান পারভীন

    সিনিয়র শিক্ষক (কৃষিশিক্ষা)

  • দিপংকর কুমার দে

    সিনিয়র শিক্ষক (ভৌত বিজ্ঞান)

  • বিবেকানন্দ বিশ্বাস

    সহকারী শিক্ষক (আই.সি.টি)

  • মুসাঃ হাসনা হেনা

    সহকারী শিক্ষক (বাংলা)

  • রত্না রায়

    সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)

  • খাদিজা তুল কোবরা

    সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান)

  • প্রাঞ্জল কান্তি অধিকারী

    সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)

  • তন্ময় রায়

    কম্পিউটার ল্যাব (আই.সি.টি)

More Links

youtube

Contact us

  • Cell: 01835364915
  • E-Mail:akkhorprinting@gmail.com
facebook twitter youtube youtube

© All Rights Reserved by Paura Secondary School, Narail , 2015-2025.

Technical Support:   STITBD.