পৌর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, 1986 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সৃষ্টি লগ্ন থেকে শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকার স্বাক্ষর রাখছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগরণ ঘটানোর চেষ্টা করে যাচেছ এবং জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের ছাত্র ক্রীড়ায় স্বর্ণপদক অর্জন করেছে। প্রাক্তণ শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন দয়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে বিদ্যালয়ের সুনাম বহন করে চলছে। বিদ্যালয়ের জে.এস.সি এস.এস.সি পরীক্ষার ফলাফল সাফল্যজনক। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দৈনন্দিন জীবনে লেনদেন, হিসাব-নিকাশ, লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, আদান-প্রদান সহ সকল প্রকার ব্যবস্থাপনা, একাডেমিক সব কিছুর তথ্য প্রযুক্তির আওতাধীন। বিদ্যালয়ে নিজস্ব ওয়েবসাইট থাকার কারণে শিক্ষার্থীরা, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল মহল এবং দপ্তর উপকৃত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্যাবলী অতি সহজে সকলের দৃষ্টি গোচর হবে। স্বল্প সময়ে অধিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
আমি ইহার সাফল্য কামনা করি।
মো: ইসমাইল হোসেন
প্রধান শিক্ষক
পৌর মাধ্যমিক বিদ্যালয়,নড়াইল।